মহাগ্রন্থ আল-কুরআন মানবজাতির প্রতি মহান স্রষ্টার পক্ষ থেকে অবতীর্ণ সর্বশেষ ঐশী প্রত্যাদেশ; ইসলামের চিরন্তন মু‘জিযা, যার অলৌকিকত্ব চিরকাল অম্লান হয়ে থাকবে। তার শৈল্পিক সৌন্দর্য, সাহিত্যমান আরব দেশের কবি-সাহিত্যিকদের মুগ্ধ করেছে। এর মতো গ্রন্থ রচনা করতে তাঁরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন, সেক্ষেত্রে তাঁরা সম্পূর্ণ অক্ষম হয়ে নির্দ্বিধায় এ কথা ঘোষণা দিতে বাধ্য হয়েছেন যে, এটা মানুষের রচিত কোনো গ্রন্থ নয়।
বর্তমানকালে বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও কুরআন এক অলৌকিক জ্ঞানের মহাসাগর। কুরআন ও বিজ্ঞানের মধ্যে মিল ও সামঞ্জস্য যে কোনো বিচারে বিস্ময়কর। এক্ষেত্রে কুরআন বিশ্ববাসীর সামনে একটি চ্যালেঞ্জ। আজকের বিজ্ঞানীরা এ পর্যন্ত যা কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছেন, এমনকি যেসব প্রশ্নের জবাব অনুসন্ধান করতে গিয়ে মানুষের অনুধাবনশক্তি নির্বাক হয়ে আছে, সেসব জটিল প্রশ্নের উত্তর পবিত্র কুরআন প্রায় দেড় হাজার বছর পূর্বেই অত্যন্ত নিখুঁতভাবে বলে দিয়েছে।
বিজ্ঞানের দৃষ্টিাকোণ থেকে আল-কুরআনের অলৌকিক বিষয়গুলো সবিস্তারে আলোচনা করা হয়েছে অত্র বইয়ে। কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য সিলেবাসের সহায়ক হিসেবে বইটি অতীব প্রয়োজনীয়। তাছাড়া আমার বিশ্বাস যে, কৌতূহলী চিন্তার পরিবর্তনে এ বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে, ইনশা’আল্লাহ।
There are no reviews yet.