চতুর্থ খন্ড: তাওহীদে বিশ্বাস ও রাসূলের (সা.) সম্মান- মর্যাদা

Original price was: ৳ 80.Current price is: ৳ 65.

19% Off
Close
Price Summary
  • ৳ 80
  • ৳ 65
  • 19%
  • ৳ 65
  • Overall you save ৳ 15 (19%) on this product
In Stock
Highlights:
  • Book: Belief in Tawhid and the Honor of the Prophet (peace be upon him)
  • Written by: Sharifa Sayeda
  • Author: Writer
  • Publisher: Darul Hikmah Publications Ltd.
  • First published: May 2013
  • Pages: 102
  • Cover: Paperback
  • ISBN:
Compare
Description

তাওহীদে বিশ্বাস ও রাসূলের (সা.) সম্মান- মর্যাদা

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার যাবতীয় প্রশংসা, তিনি এক ও অদ্বিতীয়। মহান পরাক্রমশালী ও সর্বজ্ঞ। অপরাধ মোচনকারী, তাওবা কবুলকারী। তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে হেদায়াত দান করতে চান তাকে হেদায়াত গ্রহণের জন্য উদ্যোগী করেন। তিনি তাকে তাঁর আয়াতসমূহের ব্যাপারে গভীর চিন্তা-গবেষণা ও ধ্যানে নিয়োজিত করেন এবং তাঁর নিদর্শনসমূহ থেকে উপদেশ গ্রহণের জন্য যোগ্যতা দান করেন। তাকে আল্লাহর আনুগত্যের উপর অবিচল রাখেন এবং আখিরাতে সফলকাম হবার সৌভাগ্য দান করেন।

 

আমি তাঁর পূর্ণ অর্থবোধক ও পবিত্রতম গুণবাচক নামসমূহের দ্বারা ব্যাপকভাবে তাঁর প্রশংসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি-তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। প্রিয় নবী মুহাম্মাদ তাঁর রসূল, বন্ধু ও দাস তাঁর প্রতি অন্যান্য নবীগণের প্রতি এবং সমস্ত সাহাবা-তাবেয়ীন, তাবে-তাবেয়ীন ও সালেহীনদের প্রতি আমার আন্তরিক সালাম।

 

‘দারসে কুরআন ৬’ পাঠকদের হাতে তুলে দিতে পেরে মহান মনিবের দরবারে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। উল্লেখ করছি তাঁরই বাণী-

 

كِتَابٌ أَنْزَلْنَهُ إِلَيْكَ مُبَارَكَ لِيَتَدَبَّرُوا أَيْتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُوا الْأَلْبَابِ .

 

‘এটি সেই বরকতপূর্ণ কিতাব, যা আমি আপনার প্রতি নাযিল করেছি। যাতে বুদ্ধিমানগণ এর আয়াতসমূহের ওপরে চিন্তা-গবেষণা করে এবং তা থেকে উপদেশ গ্রহণ করে।’ (সূরা সোয়াদ: ২৯) তিনিই জানিয়েছেন,

 

إِنَّ هَذَ الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ .

 

‘নিশ্চয়ই এ কুরআন এমন পথ প্রদর্শন করে, যা সর্বাধিক সঠিক। (সূরা বনী ইসরাঈল: ৯)।’

 

সর্বাধিক সঠিক পথের হেদায়াতকারী সেই কুরআন থেকে হেদায়াত লাভ করতে হলে আমাদের এর আয়াতসমূহের ওপরে চিন্তা-গবেষণা ও তা থেকে উপদেশ গ্রহণ করতেই হবে। দারসে কুরআন তারই সহায়ক এক সহজ পদ্ধতি। আল্লাহ রাব্বুল আ’লামীনের অশেষ মেহেরবানীতে ‘দারসে কুরআন ১, ২ ও ৩

পাঠক ভাইবোনদের কাছে সমাদৃত হয়েছে। তাদের কাছে থেকে প্রাপ্ত উৎসাহ ও লাঠির ভিত্তিতে এ সিরিজের চতুর্থঃ তাওহীদে বিশ্বাস ও রাসূলের (সা.) সম্মান- মর্যাদা খণ্ড বইটি তাদের কাছে উপস্থাপন করলাম। জাবির করি, দারস প্রদানকারী ভাইবোনদের জন্যও এটি সহায়ক হবে। আশাময়িক পরিস্থিতিতে প্রয়োজনীয় হেদায়াত আমি এতে তুলে ধরার চেষ্টা করেছি-যাতে বর্তমান সমস্যা-সংকুল পরিবেশে আমার দীনী ভাই-বোনেরা এর দ্বারা তাদের দীনী ইলমের পিপাসা নিবৃত্ত করতে পারেন এবং কুরআন থেকে উপদেশ গ্রহণ করে আল্লাহ ও তাঁর রসূল-এর পছন্দনীয় পথের উপর অবিচল থাকতে পারেন।

 

দারুল হিকমাহ বাংলাদেশ-এর প্রকাশক জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন-এর আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। প্রয়োজনীয় সংশোধন ও সম্পাদনা করে বইটি প্রকাশনার গুরু দায়িত্ব নিয়ে আমাকে কৃতজ্ঞ করেছেন। তাঁর প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।

 

বিশুদ্ধ সনদে প্রাপ্ত বিশুদ্ধ রেওয়ায়াত উদ্ধৃত করার ব্যাপারে যথাসাধ্য সতর্ক ছিলাম। তা সত্ত্বেও কুরআন ও হাদীসের আলোকে কোনো ভুল এ বইয়ের মধ্যে পাওয়া গেলে আমাকে তা অবগত করানোর জন্য আলিম ভাই-বোনদের প্রতি অনুরোধ থাকল। পরবর্তীতে তা সংশোধন করে নেব ইনশাআল্লাহ! প্রয়োজনীয় সংশোধনী ও পরামর্শ জানাবার অনুরোধ থাকল সচেতন পাঠক-পাঠিকাদের প্রতি।

 

রব্বুল আলামীনের দরবারে সকাতর নিবেদন, তিনি যেন আমার এ ক্ষুদ্র প্রচেষ্টায় বরকত দান করেন। এর পাঠকদের প্রতি তাঁর রহমতের দরজা খুলে দেন। শেষ বিচারের দিনে একে আমার নাজাতের উসীলা হিসেবে কবুল করে নেন।

সর্বাধিক সঠিক পথের হেদায়েতকারী সেই কুরআন থেকে হেদায়াত লাভ করতে হলে আমাদের এর আয়াতসমূহের ওপরে চিন্তা –গবেষণা ও তা থেকে উপদেশ গ্রহণ করতেই হবে । দারসে কুরআন তারেই সহায়ক এক সহজ পদ্ধতি । আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে দারসে কুরআন সিরিজের “চতুর্থ খন্ড: তাওহীদে বিশ্বাস ও রাসূলের (সা.) সম্মান- মর্যাদা” সমাদৃত হয়েছে ।

আশা করি, বইটি দারস প্রদানকারী পাঠকদের জন্য সহায়ক হবে । সমসাময়িক পরিস্থিাততে প্রয়োজনীয় হেদায়াত বইটিতে তুলে ধরা চেষ্টা করা হয়েছে, যাতে বর্তমান সমস্যা-সংকুল পরিবেশে দীনী ভাই-বোনেরা এর দ্বারা তাদের দীনী ইলমের পিপাসা নিবারন করতে পারে এবং কুরআন থেকে উপদেশ গ্রহণ করে আল্লাহ ও তাঁর রাসূল (সা:)-এর পছন্দনীয় পথের উপর অবিচল থাকতে পারে ।

আশা করি, বইটি দীনের পথে অবিচল থাকতে পাঠককের জন্য সহায়ক হবে, ইনশ’আল্লাহ ।

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “চতুর্থ খন্ড: তাওহীদে বিশ্বাস ও রাসূলের (সা.) সম্মান- মর্যাদা”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Shop
0 Wishlist
0 Cart

My Cart

Close

No products in the cart.

Shopping Now