ভাষা শিক্ষা বাংলা
মানব শিশুর বাকপ্রকাশ ঘটে মুখের ধ্বনিতে আর শিশু দানি উচ্চারণ করতে পারে শুনতে শুনতে। শোনার মাধ্যমেই শুরু হয় ভাষার যাত্রা। তাই কোন কিছু জানতে হলে প্রথমে শুনতে হয়। মানুষ সারা জীবনে শুনতে পায় সবচেয়ে বেশি। জন্মলগ্ন থেকেই পৃথিবীর নানা ধ্বনিসমূহ এবং কল-কোলাহলের ভেতর দিয়ে বড় হতে থাকে শিশু। নানা রকমের ধ্বনি সে শুনতে পায় প্রতিনিয়ত। ধীরে ধীরে কিছু পরিচিত ধ্বনি তাকে আকর্ষণ করে। এসব ধ্বনি মাঝে মাঝে সে উচ্চারণও করে থাকে। এমনিভাবে পরিবেশ- প্রতিবেশের ধ্বনিগুলো শুনতে শুনতে সে পরিচিত ধ্বনিগুলোকে পার্থক্য করার ক্ষমতা
অর্জন করে।